Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০২৩

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২৩ পালন


প্রকাশন তারিখ : 2023-08-16

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক  দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব গোলাম মো: হাসিবুল আলম-এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এ দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অবদান, স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁর দেশ পুনর্গঠনে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরেন। 

আলোচনা সভা শেষে বাদ যোহর গণভবন জামে মসজিদে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।